ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত

কুমিল্লা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষ করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহত আনসার সদস্যরা হলেন— হৃদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ। গুরুতর আহত হৃদয় ও মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, দিগন্ত পরিবহনের একটি বাসে করে আনসার সদস্যরা ক্যাম্পে ফিরছিলেন। পথে পৈরতলা এলাকায় চলমান চার লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে বাসটির সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও জরুরি সেবাদানকারীরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ১১ জনের মধ্যে হৃদয় ও মাসুদের অবস্থা গুরুতর হলে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যান্য আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
বিজ্ঞাপন
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহত দুই সদস্যকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।








