Logo

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পটুয়াখালীতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২১ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৯
21Shares
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পটুয়াখালীতে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মী রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী প্রেস ক্লাব, পটুয়াখালী, নিজস্ব কার্যালয়ের সামনে প্রথম আলোর কার্যালয় ও ডেইলি স্টার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রথম আলো ও ডেইলি স্টার ওপর হামলার ঘটনা দেশের সংবাদমাধ্যম ও বাক্‌স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কালো দিন বলে মন্তব্য করেছেন জেলার গণমাধ্যম কর্মীরা।

এ সময় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্যে বলেছেন, ‘বাংলাদেশের বাক্‌স্বাধীনতা, ভিন্নমতের প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে।

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পটুয়াখালী জেলায় মানববন্ধন আয়োজনে সভাপতিত্ব করেন প্রথম আলোর কর্মী বিলাস দাসসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরাও এই মানববন্ধনে যোগ দেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও আরটিভি প্রতিনিধি মুফতি সালাহউদ্দিন বলেন,একই সঙ্গে ডেইলি স্টারের ওপর আক্রমণ হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই,এটি একটি কালো দিন সংবাদমাধ‍্যমের বাক্‌স্বাধীনতার জন‍্য এবং গণতন্ত্রের জন‍্য।

দুর্বৃত্তের গুলিতে আহত জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এই আক্রমণ চালায় বলে প্রথম আলো ও গণমাধ্যম কর্মীরা মনে করছে।

বিজ্ঞাপন

এদিকে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীর মানববন্ধনে অংশ নেয় সুশীল সমাজ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা বক্তব্যে বলেন ‘পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সংগঠিত আক্রমণটি চালিয়েছে। আমাদের সাংবাদিকেরা জীবনের ঝুঁকিতে ছিলেন, প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ‍্যে ছিলেন। তাঁরা বাধ‍্য হয়ে পত্রিকা প্রকাশ না করে সাংবাদিকতার কাজ অসমাপ্ত রেখে চলে যান। প্রথম আলো প্রতিষ্ঠার পর গত ২৭ বছরে এই প্রথম আজ প্রথম আলো প্রকাশিত হয়নি প্রিন্ট পত্রিকা ও অনলাইন ।

জেলায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা বক্তব্যে আরও বলেন বাংলাদেশের ভাবমূর্তি ও সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে নেতিবাচক করে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন‍্য এই ঘটনাটি ঘটানো হয়েছে।’ হামলাকারীদের বাংলাদেশের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ৷ ‘আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই এবং দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। যারা দোষী তাদের খুঁজে বের করা হোক।’

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ও বিটিভি-বাসস প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবাল, বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রথম আলো’র বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, বাংলাদেশ বেতারের প্রতিনিধি আতিকুর রহমান, নারী সাংবাদিক আফরিন জাহান নীনা, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি সিকদার জোবায়ের হোসেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি মনোজ কান্তি রানা।

স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন, মশিউর রহমান, ইব্রাহিম খলিল সাঈদ, শিকদার জুবায়ের হোসেন, শিকদার জাবির হোসেন, মো: মশিউর রহমান, মো: রিয়াজুর রহমান, মো: জামাল আকন, মো: কামরুজ্জামান রিপন, আরিফুজ্জামান তুহিন, তরিকুল ইসলাম মুন্না, ফিরোজ আহমেদ , জামাল আকন ও শফিকুল ইসলাম সুমনসহ অনেকে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD