Logo

শাহজাদপুরে সরিষা মাঠে যেন সূর্যের হাঁসি

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২০ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫
19Shares
শাহজাদপুরে সরিষা মাঠে যেন সূর্যের হাঁসি
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে হলুদ সরিষা ফুলের ব্যাপক সমাহার। রাত শেষে সকাল হলে দেখা যায়, নীল আকাশের নিচে ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল।

বিজ্ঞাপন

এ যেন প্রকৃতিতে বসন্ত লেগেছে সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সাথে সাথেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে সূর্যের হাঁসি।

মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি।

দিন শেষে বিকেলে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠে বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা। সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখেন এবং সৌন্দর্য উপভোগ করেন। কেউবা আবার মোবাইল ফোনে সেলফি তুলেন। মনের আনন্দে গান গেয়ে হলুদ সরিষা ফুলের মত মনকে সাজিয়ে বাড়ি যাচ্ছে।

বিজ্ঞাপন

সরিষা ফুলের কৃষকেরা জানান , সরিষা চাষাবাদ করতে প্রতি বিগা জমিতে ৬ থেকে ৭ হাজার টাকা মত খরচ হয়েছে। লাভ হবে প্রতি বিগাতে ৯ থেকে ১০ হাজার টাকার মত। সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করি, পরবর্তীকালে ইরি ধান রোপনের সময় সার বেশি দেওয়া লাগে না। এতে আমাদের খরচ কিছুটা কমে যায়। তিনি বলেন, এবার মেঘ-বৃষ্টি না হলে আমরা লাভবান হবো ইনশাল্লাহ।

এছাড়াও জানান, আমি ৭ বিগা জমিতে সরিষা চাষাবাদ করেছি। খরচ হয়েছে ৪৫ হাজার টাকার মত। তবে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি। নিজের টাকা দিয়ে সার বীজ কিনেছি।

বিজ্ঞাপন

শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর সরিষার চাষাবাদ হয়েছে ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে। লক্ষমাত্রা ১৬ হাজার হেক্টর জমিতে।মৌসুমের শুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে গত বছরের চেয়ে এবার সরিষা চাষ কিছুটা কম হয়েছে। তবে সরিষা চাষে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন ভালো হবে বলে আশা হচ্ছে।মাঠ পর্যায়ে সরিষার পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হচ্ছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD