Logo

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মুক্তি পেলেন ৯ জেলে, আটক ২ বনদস্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৬
21Shares
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মুক্তি পেলেন ৯ জেলে, আটক ২ বনদস্যু
ছবি: সংগৃহীত

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে মুক্তি পেলেন ৯ জেলে

সুন্দরবনের গহীন অরণ্যে অভিযান চালিয়ে কুখ্যাত ‘রাঙ্গা বাহিনী’র দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৯ জন নিরীহ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে খুলনা জেলার কয়রা সংলগ্ন সুন্দরবনের আদাচাই এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বনদস্যু রাঙ্গা বাহিনী। সম্প্রতি গোয়েন্দা তথ্যের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে, একটি দল আদাচাই এলাকায় অবস্থান করছে এবং সেখানে কিছু জেলেকে আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে একটি বিশেষ অভিযান দল গঠন করা হয় এবং ভোর ৫টার দিকে অভিযান শুরু হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গভীরে পালানোর চেষ্টা করে। তবে কোস্টগার্ড সদস্যরা পিছু ধাওয়া করে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে পরিচালিত সাঁড়াশি অভিযানে রাঙ্গা বাহিনীর দুই সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদারকে (৪০) আটক করা হয়। তারা যথাক্রমে বাগেরহাট ও খুলনার বাসিন্দা।

আটককৃতদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ৮টি ফাঁকা ও ২টি তাজা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান। বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনীর সদস্যরা তাদের নৌকায় হামলা করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত ৯ জেলের সবাই খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে আটককৃত বনদস্যু ও জব্দ করা আলামত স্থানীয় থানায় হস্তান্তর করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য কোস্টগার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD