Logo

আত্মীয়তার টানে দিনাজপুরে চীনা নাগরিক, প্রেমের গুজব

profile picture
জনবাণী ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪০
13Shares
আত্মীয়তার টানে দিনাজপুরে চীনা নাগরিক, প্রেমের গুজব
ছবি: সংগৃহীত

আত্মীয়তার টানে দিনাজপুরে চীনা নাগরিক, প্রেমের গুজব

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পৌরসভার ৬নং ওয়ার্ডের হাবিবপুর দয়ারপাড়া গ্রামে এক বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাড়িতে বেড়াতে এসেছেন চীনের নাগরিক লি ছোয়াচো। তার আগমনে কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে গ্রামজুড়ে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রিতা বেগম জানান, ফেসবুক ও একটি মোবাইল অ্যাপের মাধ্যমে লি ছোয়াচোর সঙ্গে তার পরিচয় হয়। আলাপচারিতার একপর্যায়ে লি ছোয়াচো তাকে বোন হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। শুধু তাই নয়, ভিডিও কলে রিতার মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি তাকে মা বলে সম্বোধন করেন। 

পরিবারের সঙ্গে আলোচনা করেই তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। মূলত বাংলাদেশের সংস্কৃতি ও পারিবারিক জীবনযাত্রা কাছ থেকে জানার আগ্রহে তিনি এ সফরে আসেন। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছান লি ছোয়াচো। সেখানে রিতা বেগম, তার স্বামী ও বাবা বিমানবন্দর থেকে তাকে রিসিভ করেন। পরে প্রাইভেটকারে বিরামপুরে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। 

তবে বিদেশি নাগরিকের আগমনকে কেন্দ্র করে ফেসবুক ও অন‍্যান‍্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম। 

তিনি বলেন, গুজব রটানো হচ্ছে যে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার সংসার আছে, স্বামী ও সন্তান আছে। যারা এমন অপপ্রচার চালাচ্ছে, তারা আমার সম্মানহানি করতে চাইছে।

এলাকাবাসী আকবর হোসেন বলেন, লি ছোয়াচো আমাদের গ্রামে অতিথি হয়ে এসেছেন। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দয়া করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান দেবেন না।

চীনা নাগরিকের আগমনে হাবিবপুর দয়ারপাড়া গ্রামে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন এ ধরনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের সংস্কৃতি বিনিময়ে নতুন মাত্রা যোগ করবে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, চীনা নাগরিকের বিরামপুরে বেড়াতে আসার বিষয়টি জেনেছি। বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD