Logo

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে মামলা, এনসিপির নেতা গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২৯ অক্টোবর, ২০২৫, ২৩:৩০
23Shares
চাঁদপুরে ধর্ষণের অভিযোগে মামলা, এনসিপির নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপির নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী কালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক। তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

শাহ আলম জানান, ওই তরুণীর চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন। তার দাবি এনসিপির নেতা আল আমিন সৈকতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপান্তর করার দাবিতে দুই দিন অনশন চলার পর বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সমাধান হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন: মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নামবেন জেলেরা

পরে রবিবার (২৬ অক্টোবর) ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (নারী ও শিশু মামলা নং-৩৪৭/২০২৫) দায়ের করেন।

মামলাটি আদালত আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো শাহ্ আলম জানান, ধর্ষণের চেষ্টা মামরায় আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী যৌথ বাহিনী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: চাঁদপুরে কুকুরকে দেয়া হচ্ছে জলাতঙ্ক টিকা

এদিকে এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাহবুব আলম ওই তরুণীর অভিযোগ মিথ্যা দাবি করে ওই নেতাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “এ ব্যাপারে আগেইউভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে অন্তত ১০ জন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উভয়ের কথা শুনে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় মেয়ের অভিভাবক তাকে বাসায় ফেরত নিয়ে যান। কিন্তু কোনো তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD