Logo

৫০০ টাকার বাজিতে খালে ১০০ বার ডুব, প্রাণ গেল কৃষকের

profile picture
উপজেলা প্রতিনিধি
ঝালকাঠি
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৫
14Shares
৫০০ টাকার বাজিতে খালে ১০০ বার ডুব, প্রাণ গেল কৃষকের
ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫শ’ টাকার বাজি ধরে খালে টানা একশ বার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে তার শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫শ’ টাকার বিনিময়ে খালে নেমে ১শ’ বার ডুব দেওয়ার বাজি ধরেন তিনি।

বিজ্ঞাপন

এরপর তিনি খালি গায়ে খালে নেমে একটানা একশ বার ডুব দেন। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি।

নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জেবি/এসএ/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD