সাংবাদিক খোকনের পিতার ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের তাজুরপাড়া বড়বাড়ির জমিদার পরিবারে জন্ম নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য প্রয়াত আফজাল হোসেন মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
বিজ্ঞাপন
মরহুমের মৃত্যুদিন উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) তার গ্রামের বাড়ির জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এছাড়া আজ শনিবার তার সাংবাদিক ছেলে শমসের নূর খোকন নিজ কর্মস্থল বগুড়া শহরে ঘরোয়া পরিবেশে দোয়ার আয়োজন করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কালীগঞ্জে নসিমন চালকের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, আফজাল হোসেন মিয়া ১৯৪৩ সালে সাহসিকতার পরিচয় দিয়ে নিজ জমিদার পরিবারকে অবগত না করেই ভারতের কলকাতায় গিয়ে সেনাবাহিনীতে যোগ দেন। পরে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর মাতৃভূমি পূর্ব পাকিস্তানে ফিরে এসে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাবনা সদর থানায় কর্মরত অবস্থায় সক্রিয়ভাবে কয়েক মাস সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশের স্বাধীনতার জন্য সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ গ্রহণকারীরা তার বীরত্ব ও দেশপ্রেমের স্মৃতিচারণ করেন।








