কুলাউড়ায় বিএসএফের গুলিতে যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ১৮৪৪ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শুকুরাম উরাং কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তির বাসিন্দা দাসনু উরাংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম দুপুরে সীমান্তবর্তী কৃষিজমিতে কাজ করতে যান এবং গৃহপালিত পশু ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় কিছু দূর দৌড়ে এসে তিনি পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কুলাউড়ায় আমনের বাম্পার ফলন
স্থানীয় বাসিন্দা শাহজান কবির জানান, গুলিবিদ্ধ হওয়ার পরও কিছু সময় শুকুরাম জীবিত ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থার আগেই তিনি মারা যান। পরিবার সূত্রে জানা যায়, শুকুরাম ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন এবং ছুটিতে বাড়ি এসে কৃষিকাজে সহযোগিতা করছিলেন।
কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।








