শেরপুরে নতুন ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনওকে আবেগঘন বিদায়

বগুড়ার শেরপুরে উপজেলা পরিষধের মিলনায়তনে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বরণ ও পুরোনো ইউএনও কে স্নেহভরা বিদায় জানানোর এক আবেগঘন আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ অনুষ্ঠানের মঞ্চে নতুন ইউএনও আনুষ্ঠানিকভাবে বিদায়ী ইউএনওর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তরের মুহূর্তে হলভর্তি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলেন।
সভায় বক্তারা বিদায়ী ইউএনও মনজুরুল আলমের সংক্ষিপ্ত সময়ের সততা, কর্মকৌশল, মানবিক নেতৃত্ব ও উন্নয়নমূলক তৎপরতার প্রশংসা করেন।
বিজ্ঞাপন
নতুন ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ দায়িত্ব নেয়ার পর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ৩৭তম বিসিএসের কর্মকর্তা এবং গাবতলীর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন শেষে শেরপুরে যোগ দিয়েছেন।
অন্যদিকে, বিদায়ী ইউএনওকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে বদলি হওয়ায় সকলেই তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
বিজ্ঞাপন








