Logo

ময়মনসিংহ সদরে দায়িত্ব নিলেন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৯
11Shares
ময়মনসিংহ সদরে দায়িত্ব নিলেন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনে নতুন প্রাণ সঞ্চার করলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নিজ কার্যালয়ে যোগ দেন। দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকেই পুরো প্রশাসনিক ভবনে তৈরি হয় এক উৎসবমুখর ও আন্তরিক পরিবেশ।

কার্যালয়ে প্রবেশের পর থেকেই বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। ধীরে ধীরে এই বরণ অনুষ্ঠানটি পরিণত হয় এক সৌহার্দ্যময় মিলনমেলায়, যেখানে ছিল সম্মান, উষ্ণতা ও শুভকামনার সেতুবন্ধন।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাজাহান কবীর, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. মনিরুল হক ফারুক রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তালহা, প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের আরও কর্মকর্তা-কর্মচারী।

দায়িত্ব গ্রহণের পর ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, একটি উপজেলার উন্নয়ন একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে নিয়ে সমন্বিত টিমওয়ার্কই আমাদের মূল শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে ময়মনসিংহ সদরকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

তার বক্তব্য এবং প্রথম দিনের শুভেচ্ছা বিনিময় কর্মকর্তাদের মধ্যেও তৈরি করেছে নতুন উদ্দীপনা। তারা নবাগত ইউএনওর দায়িত্বপালনে সফলতা ও দীর্ঘমেয়াদি ইতিবাচক কাজের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD