২৮ বর্ষপূর্তি হলেও পাহাড়ে এখনো আতঙ্ক কাটেনি: শেফালীকা ত্রিপুরা

খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যার শেফালিকা ত্রিপুরা। জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: আব্দুলাহ আল মাহফুজ।
আরও পড়ুন: লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন
এছাড়া জেলা পরিষদের সদস্য নিটোল মণি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, শান্তি চুক্তির ২৮ বছর পেরিয়ে গেলেও পাহাড়ে এখনো আতঙ্ক কাটেনি। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। তারা মনে করেন, ভূমি সমস্যার সমাধান করা গেলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। বক্তারা আরও বলেন, পারস্পরিক সন্দেহ দূর করে আস্থা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা শান্তির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুক্তির সুফল ভোগের মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে কাজ করার বিকল্প নেই।








