Logo

লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৩
48Shares
লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের ৫২৭টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে লটারির মাধ্যমে। এই পদায়নের মাধ্যমে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট পরিচালনার লক্ষ্য সামনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদায়নের আগে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে লটারির মাধ্যমে নতুন ওসিদের দায়িত্বভার প্রদান করা হয়। তবে এই লটারি প্রক্রিয়ায় মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে অন্তর্ভুক্ত করা হয়নি। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ওসি পদায়ন অভ্যন্তরীণভাবে সংশ্লিষ্ট কমিশনারদের মাধ্যমে করা হবে।

জানা যায়, ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪ থানার ওসি, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬ থানার ওসি, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসি, রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানার ওসি, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯ থানার ওসি এবং ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬ থানার ওসিদের পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি, যার মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। লটারির মাধ্যমে শুধু জেলা পর্যায়ের থানার ওসি পদায়ন কার্যকর করা হয়েছে।

এর আগে, ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। এ পদায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী সময় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

লটারির মাধ্যমে পদায়নকৃত ৫২৭ থানায় নতুন ওসির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD