অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বিমানবন্দরে মহড়া

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে মাঝারি পরিসরের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে কার্গো ওয়ারহাউস সংলগ্ন খোলা স্থানে মহড়া আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় আয়োজন করা এই মহড়ায় অংশ নেন বিমানবন্দরের ফায়ার শাখা, এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিমসহ অন্যান্য সংশ্লিষ্ট ইউনিট।
বিজ্ঞাপন
মহড়ার স্ক্রিপ্ট অনুযায়ী কার্গো ওয়ারহাউসের পাশে থাকা পরিত্যক্ত ময়লায় হঠাৎ আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি করে। কন্ট্রোল টাওয়ার থেকে তাৎক্ষণিক বার্তা পাঠিয়ে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সতর্ক করা হয়। দ্রুত ব্যবস্থা নিয়ে ফায়ার টিম, বিমানবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
মহড়া পর্যবেক্ষণ করেন বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
বিজ্ঞাপন
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত এই ধরনের মহড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বৃদ্ধি করে। এতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রস্তুতি ও সমন্বয় আরও শক্তিশালী হয় এবং যাত্রী ও বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত হয়।








