Logo

নারায়ণগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩২
18Shares
নারায়ণগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে ভোরে ও রাতের বেলা জেঁকে বসেছে শীত। এতে খেটে খাওয়া ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। আর এসব মানুষের কথা বিবেচনা করেই জেলার শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিনি সদর উপজেলার চাষাড়া রেল স্টেশন ও বন্দরঘাট এলাকার শীতার্ত, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি এ উদ্যোগকে অব্যাহত রেখে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সচেষ্ট থাকার আশ্বাস দেন।শীতবস্ত্র পেয়ে অসহায় ও হতদরিদ্র মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,সরকার ও জেলা প্রশাসকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় আমরা যখন কাহিল,এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকারে লাগবে। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।রাতের বেলা আমাদের অনেক কষ্ট হচ্ছিল শীতের কারণে।

জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্য সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এই কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,শীত চলে আসায় শীতার্ত মানুষের জীবন দুবির্ষহ হয়ে উঠেছে।তাই জেলা প্রশাসনের উদ্যোগে গরম বস্ত্র বিতরণ করা হচ্ছে। পর্যাক্রমে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র সকলের কাছে শীত বস্ত্র নিবারণে কম্বল পৌঁছে দেয়া হবে।যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।

এ সময় জেলা প্রশাসক রায়হান কবির সরকারী উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকান্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন,নেজারত ডেপুটি কালেক্টর মো: তারিকুল ইসলাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD