কেশরগঞ্জ বাজারে তানভীর আহমেদ রানার ব্যাপক গণসংযোগ

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক এমপি মরহুম প্রকৌশলী শামছ উদ্দিন আহমদের পুত্র তানভীর আহমেদ রানা সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নাওগাঁও ইউনিয়নের কেশরগঞ্জ বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। মিছিল শেষে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক জনসমাবেশ।
বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম সরকার এবং সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা মো. নজরুল ইসলাম সংগ্রাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রভাষক আবু আইয়ুব আনসারী উজ্জ্বল, আ. রাজ্জাক মাস্টার, পৌর বিএনপির সদস্য শফিকুল ইসলাম খোকা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সোলাইমান রিপন, আব্দুল হান্নান, যুবদল নেতা বিল্লাল হোসেন, আ. আউয়ালসহ দলীয় নেতাকর্মী ও হাজারো স্থানীয় মানুষ।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তানভীর আহমেদ রানা বলেন, আমি যদি এমপি নির্বাচিত হই, তবে জীবন বাজি রেখে হলেও ফুলবাড়ীয়ার উন্নয়নকে এগিয়ে নেব। দাদা ও পিতার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, অতীতে তাঁর পরিবারের নেতৃত্বে ফুলবাড়ীয়ায় উন্নয়ন যেমন গতিশীল ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
আরও পড়ুন: লটারির মাধ্যমে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন
বিজ্ঞাপন
গণসংযোগ উপলক্ষে কেশরগঞ্জ বাজার এলাকা জনসমাগম ও স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এত বড় রাজনৈতিক সমাবেশে পুরো ইউনিয়নে নির্বাচনী আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
নেতাকর্মী ও সাধারণ মানুষ তানভীর আহমেদ রানার প্রতি সমর্থন জানিয়ে তাঁর উন্নয়ন-অঙ্গীকারকে স্বাগত জানান।








