কুমিল্লায় গাড়ির ধাক্কায় দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের-এর দাফতরিক গাড়ীর চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তার নিহত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে মা–মেয়ের হাঁটার সময় এসিল্যান্ডের সরকারি পিকআপের চালক তাইবুর হোসেন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সামনে থাকা শিশুটিকে ধাক্কা দেন। ধাক্কায় পড়ে যাওয়া ফাইজাকে তিনি পাশে সরিয়ে নেওয়ার পরিবর্তে চাকায় চাপা দিয়ে দ্রুত সরে যান।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের ও নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম হাসপাতলে ছুটে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নেন।
এসিল্যান্ড বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি। একজন বাবা হিসেবে এই ঘটনার সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে আমি সহায়তা করব।
বিজ্ঞাপন
টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী। এরপর হঠাৎ করেই দুর্ঘনায় শিশুটি মারা যায়।
নিহত শিশুর বাবা মো. ফাইজুল হক গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, আমার কলিজাটাকে মেরে ফেলেছে। আমি সর্বোচ্চ শাস্তি চাই।
বিজ্ঞাপন
হোমনা থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোরশেদুল আলম চৌধূরী বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।








