ডা. আমান উল্লাহ'র উদ্যোগে অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি আসনের শতাধিক মসজিদ ও মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন ধরে এ আয়োজনের নেতৃত্ব দেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, তিনি ডাক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রথম যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। তারা একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং রোগমুক্তি কামনা করেন। বিশেষ মুনাজাত, কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাঁর জন্য প্রার্থনা করা হয়।
বিজ্ঞাপন
কমলনগরের মিয়াপাড়া হাজী হাফিজুল্লাহ জামে মসজিদ, ফজুমিয়ারহাট মাদ্রাসাতুল দাওয়াহ ও এতিমখানা, উত্তর চর জাঙ্গালিয়া হাফিজুল হক পাটারি মাদরাসা, বাঁশতলা দারুস সুন্নাহ ইসলামী কাওমী মাদরাসা, বশির উল্যাহ হাওলাদার জামে মসজিদ, সাহেবেরহাট আশরাফুল উলুম ইসলামীয়া কাওমী মাদরাসা, আনন্দ বাজার জামে মসজিদ, জাতুন নেকাকাইন জামে মসজিদ, সাহেবেরহাট আশরাফিয়া এতিমখানা ও চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ আরো শতাধিক স্থানে দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির এক সাহসী ও দৃঢ়চেতা নেতা। জাতির ক্রান্তিলগ্নে তাঁর অবদান ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। তাঁর অসুস্থতার এই মুহূর্তে আমরা রাজনৈতিক মতভেদের পার্থক্য ভুলে মানবিক দৃষ্টিকোণ থেকে দোয়া করছি।








