Logo

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৮ নভেম্বর, ২০২৫, ১৯:২১
9Shares
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মো. হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)।

বিজ্ঞাপন

হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহাজাহানের ছেলে। নাজমুল হাসান একই বাড়ির মৃত শফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে হৃদয় ও নাজমুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যান।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজিচালক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD