লক্ষীপুরে ‘মব’ তৈরি করে বিয়ে, কী ঘটেছিল সেদিন

লক্ষ্মীপুর জেলার কমলনগরে মব তৈরি করে বিয়ে দেওয়ার ঘটনায় ইউপি সদস্য ও কাজির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু।
জানা গেছে, লক্ষ্মীপুরের কমলনগরে এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে বিবাহের চুক্তিতে কাবিন রেজিস্ট্রি করেছিলেন মাইনউদ্দিন নামের এক যুবক। কিন্তু কাবিনের কয়েক মাস পর যখন তিনি স্ত্রীকে ঘরে তোলার বিষয়ে কথা বলতে তরুণীর বাড়িতে যান তখন স্থানীয় হাবিবুর রহমান, আবদুল মান্নান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও বাবুল দেওয়ানের নেতৃত্বে একদল যুবক সেখানে মব তৈরি করে মাইনউদ্দিনকে শারীরিকভাবে বেশ লাঞ্ছিত করেন।
বিজ্ঞাপন
পরে অনৈতিক সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে গভীর রাতে কাজি ডেকে আবারও কাবিন ও বিয়েতে বাধ্য করা হয়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যাতে বলা হয়- অনৈতিক কাজে ধরা পড়ে বিয়ে করেছেন যুবকটি।
এতে দুই পরিবারের সামাজিকমর্যাদা ক্ষুণ্ন হয়। পরে ভুক্তভোগী মাইনউদ্দিন রবিবার (০৯ নভেম্বর) আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাইনউদ্দিন উপজেলার হাজিরহাট বাজারে ইবনে সিনা পপুলার ডেন্টাল চিকিৎসালয়ের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। অভিযুক্ত হাবিব ও আবদুল মান্নান ওই চিকিৎসালয়ে প্রবেশ করে প্রথমে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর শোর-চিৎকারে অভিযুক্তরা তখন পালিয়ে যায়। এতে মাইনউদ্দিনের ওপর ক্ষিপ্ত হয় তারা।
বিজ্ঞাপন
পরবর্তীতে এ ঘটনার ২ মাস পর মাইনউদ্দিন বিয়ের দিনক্ষণ ধার্য করার জন্য পূর্বের কাবিন রেজিস্ট্রি করা হবু স্ত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বসতঘরে যান। এ সুযোগে অভিযুক্তরা গুজব রটিয়ে স্থানীয়দের জড়ো করে মব সৃষ্টি করে। পরে মাইনউদ্দিনকে মারধর করে হুজুর ও কাজি ডেকে পুনরায় কাবিন ও বিবাহে বাধ্য করে এবং অনৈতিক কাজে তারা ধরা পড়ে বিবাহ করেছেন বলে ভিডিও করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়।
চর ফলকন ইউনিয়নের কাজি (নিকাহ ও তালাক রেজিস্ট্রার) মো. শফি উল্লাহ বলেন, স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজ আমাকে ফোন করে ঘটনাস্থলে নেন। সেখানে গিয়ে দেখি এক-দেড়শ মানুষ উপস্থিত। পরে সবার সম্মতিতে আমি কাবিন রেজিস্ট্রি করি।
বিজ্ঞাপন
অভিযুক্ত স্থানীয় চর ফলকন ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন বাবুল দেওয়ান ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার সিরাজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শাহাদাত হোসেন টিটু বলেন, মামলাটি হাতে এসেছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।








