এআই ছবির মাধ্যমে লকডাউন চালাচ্ছে আ.লীগ: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউন কার্যক্রমে বাস্তব মানুষ নেই, তারা এআই প্রযুক্তি ব্যবহার করে কিছু ছবি তৈরি করে তা দেখিয়ে লকডাউন পালন করছে। কিছু উচ্ছৃঙ্খল ও নেশাগ্রস্ত তরুণকে টাকার বিনিময়ে প্রধান সড়কে ভোররাতে ঝটিকা মিছিল করানো হয়, বাসে আগুন দেওয়া হয় এবং সেই ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ৪৭ সালের আওয়ামী লীগ কেন পালিয়ে যাবে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাতের অন্ধকারের প্রধানমন্ত্রী, দখলদারিত্বের প্রধানমন্ত্রী—কিন্তু রাজনীতি করতে দেননি। এই কারণে আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে। যারা বর্তমান প্রজন্ম নেতৃত্ব দেবে, তারা পালায়নি।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে বিএনপিসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে, অনেক পরিবার গুম ও খুনের শিকার হয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহার করেছে। তাদের হাতে ছিল মুজিব বাহিনী ও রক্ষী বাহিনী।
আরও পড়ুন: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
বিজ্ঞাপন
এ সময় অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি শিব্বির মাহমুদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেল্লাল হোসেন, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








