Logo

‘বিএনপি-জামায়াতের বিভক্তিতে মাঠে নামার সুযোগ পাচ্ছে আ.লীগ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৪:১৩
21Shares
‘বিএনপি-জামায়াতের বিভক্তিতে মাঠে নামার সুযোগ পাচ্ছে আ.লীগ’
নাসিরুদ্দিন পাটোয়ারী | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি-জামায়াত জোটের অভ্যন্তরীণ বিভাজন এবং অস্থিতিশীলতার কারণে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে আয়োজিত “জুলাই সনদে কৃষক বঞ্চনা ও ন্যায্যতার বিষয়” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জারি না করেন, তাহলে ভবিষ্যতে সনদের নৈতিক ভিত্তি নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের নির্ধারিত আদেশ ছাড়া সনদ কার্যকর করা সম্ভব নয় এবং এতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যাবে।

দলটির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেন, জুলাই সনদ কার্যকর করতে প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতি জারি করলে এটি কেবল সনদের কুলখানি ছাড়া আর কোনও উপায় থাকবে না।

এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাম্প্রতিক লকডাউন কর্মসূচি প্রসঙ্গেও মন্তব্য করেন। সরোয়ার তুষার বলেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষাপটে আমাদের নেতাকর্মীরা লকডাউনকে ‘লীগডাউনে’ রূপান্তরিত করেছে। এতে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ জনগণসহ ব্যবসায়িক ও প্রশাসনিক কর্মকাণ্ডও প্রভাবিত হচ্ছে।

বিজ্ঞাপন

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দেশের রাজনৈতিক দৃশ্যপটের বর্তমান অবস্থায় বিএনপি-জামায়াতের বিভাজন আওয়ামী লীগকে স্বতন্ত্রভাবে কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এটি দলের কৌশলগত সুবিধা হিসেবে বিবেচিত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও জামায়াতের অভ্যন্তরীণ মতপার্থক্য ও দূর্বল সমন্বয় বিএনপির ঐক্যহীনতার কারণে আওয়ামী লীগ তার কার্যক্রম জোরদার করতে পারছে। এর প্রভাব নির্বাচনী মাঠে ভোটপ্রার্থী এবং সমর্থকগোষ্ঠীর আচরণেও প্রতিফলিত হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD