চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুর তিনটা থেকে পবিত্র কোরআন তেলওয়াত শুরু হয়। কোরআন খতমের পর সেখানে আসরের নামাজের আয়োজন করা হয়। নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়ায় অংশ নেন হাজারো মানুষ।
দোয়ার অনুষ্ঠানে অংশ নেন জেলার মোট ২৭ টি রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা আল্লাহর কাছে ফরিয়াদ করেন মসুল্লিরা। তার স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
বিজ্ঞাপন
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান।
এসময় বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলেরই প্রধান নন, তিনি আমাদের মা। আর এই মায়ের জন্যই তার হাজার হাজার সন্তানরা হাত তুলেছেন। তার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে সকলেই দোয়া করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা
বিজ্ঞাপন
সাহিদুজ্জামান টরিক বলেন, আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছিলাম। এখানে বেগম খালেদা জিয়ার জন্য জনস্রোত হয়েছে। মানুষ আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন। এটি শুধু দলের কোন কর্মসূচী নয়, বরং চুয়াডাঙ্গা জেলাবাসীর এক আত্মার প্রমাণ। এই দোয়ার অনুষ্ঠান মাইলফলক হয়ে থাকবে।
পরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনাইদ আল হাবিবি।








