চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা পৌরসভার বেলগাছি এলাকায় গলা কাটা অবস্থায় সোহেল (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে খরার মাঠ এলাকায় স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার বাসিন্দা এবং পেশায় কৃষিকাজ করতেন। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
বিজ্ঞাপন
সোহেলের বাবা আসাবুল হক জানান, গ্রামের তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা গাছের ডাল ভাঙা বা ফল তোলা নিয়ে তার ছেলের বিরোধ সৃষ্টি হয়েছিল। পরে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়।
তিনি অভিযোগ করেন, সেই ঘটনার জের ধরেই ফারুক তার ছেলেকে জবাই করেছে। তিনি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আরও পড়ুন: ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ২০
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত চলছে। খুব শিগগিরই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








