ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ২০

ভোলায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাল্টাপাল্টি শোডাউন করেছে বিএনপি ও বিজেপি। বিজেপির সভাস্থলে দুর্বৃত্তের হামলায়, অন্তত ২০ জন আহত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোলা-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে দির্ঘ দিন ধরে ভোলার বিএনপি ও বিজেপি বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে আসছিলো। এ নিয়ে উভয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই ধারাবাহিকতায় উভয় দলের পূর্ব ঘেষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ করে বিএনপি।
আরও পড়ুন: গভীর রাতে গাভী-ছাগল জবাই, মাংস লুট
বিজ্ঞাপন
অন্যদিকে, জেলা বিজেপি নতুন বাজার তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ নিয়ে সকাল থেকে উভয় দলের মধ্যে টানটান উত্তজনা বিরাজ করছিল।
বেলা সাড়ে ১২ টারদিকে হঠাৎ করে বিএনপির একদল কর্মী লাঠিসোটা নিয়ে বিজেপির সমাবেশে হামলা চালালে মুহুর্তের মধ্যে সমাবেশটি পন্ড হয়ে যায়। এ সময় একদল দুর্বৃত্ত জেলা বিজেপির কার্যালয়ে ঢুকে ভাংচুর চালায়। এতে সাংবাদিকসহ উভয় দলের প্রায় ২০ জন বিজেপি ও বিএনপির নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর কয়েক মিনিট পর বিএনপির কয়েকশত নেতাকর্মী আওয়ামী লীগ হাটাও শ্লোগান দিয়ে নতুন বাজার চত্তর দখল করে নেয়।
পরবর্তীতে উত্তপ্ত বিএনপির নেতাকর্মীদের শান্ত করতে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম-আহবায়ক এনামুল হক, বশির হাওলাদার এসে নেতাকর্মীদের স্থান থেকে সরে যেতে নির্দেশ দিলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিজেগি কার্যালয়র সামনে অবস্থান নেয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় জেলা কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে। এর প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে। প্রশাসনের দেয়া নির্ধারিত সময় অনুযায়ী আমরা শহরে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলা স্কুল মোড়ে গেলে বিজেপির মিছিলের মুখোমুখি হই।
এ সময় কে বা কারা আমাদের মিছিলে ঢিল ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সড়িয়ে দেই। কিন্তু বিজেপির সমাবেশটি বেলা সাড়ে ১২ টায় শেষ হওয়ার কথা থাকলেও তা চলমান থাকায় এ অপৃতিকর ঘটনা ঘটেছে।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন, সেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা যুব দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বৃষ্টি-বাতাসে লালমনিরহাটে ফসলের ক্ষতি
এ ঘটনার বিষয়ে জেলা বিজেপির সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা বলেন, আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র পক্ষে গরুর গাড়ি মার্কার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে একটি র্যালী করে পার্টির অফিসের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করি। কিছু সময় পরে বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্য মূলক ভাবে অফিসে হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করে অফিস ভাংচুর করে।








