Logo

বৃষ্টি-বাতাসে লালমনিরহাটে ফসলের ক্ষতি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১ নভেম্বর, ২০২৫, ১৫:১০
5Shares
বৃষ্টি-বাতাসে লালমনিরহাটে ফসলের ক্ষতি
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাসে রোপা-আমন ধানসহ শীতকালীন আগাম শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ফসলের মাঠে ধানগাছ নুয়ে পড়েছে মাটিতে, ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে হঠাৎ শুরু হওয়া হালকা বৃষ্টি ও বাতাসে রোপা-আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়ে। এতে মাঠের পাকা ধান ও বিভিন্ন রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়। বাতাসে ভেঙে গেছে কৃষকের সোনালী স্বপ্ন—মৌসুমের ফলন ঘিরে এখন চরম দুশ্চিন্তায় তারা।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন গ্রামে রোপা-আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে আছে। আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, শাক, টমেটোসহ বিভিন্ন শীতকালীন সবজিও ক্ষতির মুখে পড়েছে।

বিজ্ঞাপন

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরেফিন বলেন,“ধান এখন যে পর্যায়ে রয়েছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা নেই। তবে আগাম শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD