Logo

পুলিশ পরিচয়ে হামলা, বিএনপি নেতা নিহত

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৫
1Shares
পুলিশ পরিচয়ে হামলা, বিএনপি নেতা নিহত
জনবাণী ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে গভীর রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হামলা চালিয়ে বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন কৃষক। হামলার ঘটনায় ইসমাইল মোল্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তুহিন গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে একদল লোক সাইফুল সর্দারের বাড়িতে ঢুকে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, ‘নিহত সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দারের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD