Logo

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৭

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬
7Shares
ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৭
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে নিয়ে আসা হয়। এ বিষয়ে সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা জানান, লঞ্চ সংঘর্ষের ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৌদ্ধ জানান, দুই লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আরও একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা বিরাজ করছিল।

এমন পরিস্থিতিতে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে জাকির সম্রাট-৩–এর সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন যাত্রী নিহত হন। পরে এমভি কর্ণফুলী-৯ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চে করে জাকির সম্রাট-৩–এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও একজন যাত্রীর মৃত্যু হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD