চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

চট্টগ্রামের চন্দনাইশে সেনা বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্প ক্যাপ্টেন ইফতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আইনুল করিম রায়হান নামের সন্ত্রাসীকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে ১টি এলজি অস্ত্র উদ্ধার করা হয়। রায়হান হাজীপাড়া এলাকার মাহদুল হকের ছেলে। বেশ কিছুদিন ধরে তার উপর নজরদারি রাখে চন্দনাইশ সেনাবাহিনীর গোয়েন্দারা। পরে গতকাল রাতে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানা ওসি ইলিয়াস খান জানান, আসামীকে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








