Logo

নড়াইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগদান

profile picture
জেলা প্রতিনিধি
নড়াইল
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৪
2Shares
নড়াইলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী বিএনপিতে যোগদান
ছবি: প্রতিনিধি

নড়াইলে আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

নড়াইল সদর উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সদস্য আলী ইমাম শিকদার ও মো: খাজা ফকিরের নেতৃত্বে এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা নবাগতদের উষ্ণভাবে স্বাগত জানান।

বিজ্ঞাপন

বিএনপিতে যোগদানের পর আলী ইমাম শিকদার ও মো: খাজা ফকির বলেন, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। এখন সঠিক পথে এসেছি। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি।

উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া ৩০ জন নেতা-কর্মীদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রভিলা ইউনিয়নে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD