Logo

পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: টুকু

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৫
21Shares
পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে: টুকু
ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষের যেন ক্ষতি না হয়। এ জন্য পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু প্রতিষ্ঠান গড়লে হবে না, প্রতিষ্ঠানের জন্য বায়ু ও বর্জ্য দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

যমুনার কোলঘেষে গড়ে ওঠা ইকোনোমিক জোন নিয়ে বলেন, এখানকার প্রতিষ্ঠানের বর্জ্য যদি যমুনায় যায় তবে যমুনার পানি নষ্ট হয়ে যাবে। যেমন বর্তমানে ঢাকার আশাপাশে বর্জ্য দূষণের কাছে মাছ চাষ হচ্ছে না। মানুষ বিশেষ করে শিশুরা সুস্থ শ্বাস নিতে পারছে না। তাই প্রতিষ্ঠান গড়ে তোলার আগে প্লান করে করতে হবে।

শনিবার সন্ধ্যা পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির ৪১তম সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জবাসীর কাছে তিনি ঋণী রয়েছে উল্লেখ করে বলেন, আমার কিছু স্বপ্ন রয়েছে। শহরকে দূষণমুক্ত করতে কাটাখালিকে সুন্দরভাবে গড়ে তুলব যেন শহরের মানুষ দুপাশে বসে নির্মল শ্বাস নিতে পারে।

সিরাজগঞ্জকে পেশিশক্তি ও চাঁদাবাজ মুক্ত করে ব্যবসায়ীক বিনিয়োগ নির্ভরযোগ্য জেলা গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করা হবে।

সিরাজগঞ্জ জেলাকে স্থিতিশীলতার মাধ্যমে অর্থাৎ মহল্লায় মহল্লায় সংঘর্ষ বন্ধের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনের করে সাধারণ মানুষের জন্য সুন্দর শহর গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীদের আধুনিক কলাকৌশল রপ্ত করতে হবে। এ জন্য আধুনিকতার ব্যবহার বাড়াতে হবে। এতে জিনিসের মুল্য কম পড়বে। এ জন্য বর্হিবিশ্বে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়বে।

আলোচনাসভার পূর্বে চেম্বার অব কমার্সের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিজ্ঞাপন

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা ও ঢাকার শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD