গাজীপুরে হানি ট্র্যাপ চক্রের মূলহোতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ভিন্ন ভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করে সারাদেশের একাধিক পুলিশ কর্মকর্তাকে হানি ট্র্যাপে ফেলে পুলিশ বাহিনীকে বিতর্কিত করার অভিযোগে তানজিলা তাবাসসুম (২৪) ওরফে সুইটি ওরফে হ্যাপীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বিজ্ঞাপন
শনিবার (২৭ই ডিসেম্বর) মধ্যরাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জিএমপি। গ্রেপ্তার তানজিলা তাবাসসুম মুন্সিগঞ্জের লৌহজং থানার পয়সা পশ্চিম পাড়া গ্রামের মৃত রুবেল মিয়ার মেয়ে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকা ছাড়াও ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসবাস করে এই নেটওয়ার্ক পরিচালনা করতেন।
পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত ব্যক্তি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন আইনি সহায়তার প্রলোভন দেখিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। পরবর্তীতে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপে ফেলে তাদের সামাজিক ও পেশাগতভাবে বিতর্কিত করার চেষ্টা করতেন এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ঢাকা ও গাজীপুরসহ একাধিক ইউনিট সমন্বিতভাবে কাজ করে আসছিল। শনিবার রাতে কৌশলে তাকে আটক করা হয়।
জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙা এবং চেইন অব কমান্ড দুর্বল করার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
বর্তমানে তানজিলা তাবাসসুম জিএমপির বাসন থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়ে বাসন থানার ওসি হারুন আর রশীদ।








