দর্শনা কেরুজ চিনিকল গ্যারেজের ট্রাক্টরের টায়ার ফেঁটে ২ শ্রমিক আহত

দর্শনা কেরু চিনিকলের গ্যারেজের ট্রাক্টরের টায়ার ফেটে আহত হয়েছে ২ শ্রমিক। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কেরু হাওয়া ঘরে টলির টায়ার খোলার সময় টায়ার ফেটে দুই শ্রমিক গুরুতর আহত হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় ২ শ্রমিককে।
চুয়াডাঙ্গা কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ২ জনকে ঢাকায় রেফার্ড করেন। আহত শ্রমিক দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রোঘুনাথপুর গ্রামের নাসীর উদ্দিন (৩৫) ও শ্যামপুর সাকা বিশ্বাস এর ছেলে শাহাবুদ্দিন ওরয়ে বশির উদ্দিন (৫০) মারাত্মক আহত হয়।
বিজ্ঞাপন
আহত নাসীর উদ্দিন ও শাহবুদ্দিনকে তৎক্ষনিক কেরু গ্যারেজ ইঞ্জিনিয়ার আবু সাঈদ কেরু একটি পিকআপে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরন করে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল তাদের দুইজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে কেরুজ শ্রমিক নেতারা তার সুচিকিৎসার খোঁজ খবর নেন।
এ ঘটনায় কেরুজ চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান দুই শ্রমিকের খোজ খবর নেন এবং তাদের চিকিৎসার জন্য কোম্পনি থেকে খরচের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দুই শ্রমিকের খরচের হাত বাড়িয়ে দেওয়াই শ্রমিক কর্মচারীরা তাকে সাধুবাদ জানিয়েছে।








