কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ পণ্য জব্দ

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মেডিসিন, বাজি, শাড়ি, কসমেটিকস সামগ্রী ও বিভিন্ন ধরনের খাদ্যপণ্য।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে উদ্ধার ১৭
বিজ্ঞাপন
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস ও এএসসি) বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত পণ্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।








