Logo

প্রার্থিতা প্রত্যাহার করলেন এনসিপির মনিরা শারমিন

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২৮ ডিসেম্বর, ২০২৫, ২০:১৪
16Shares
প্রার্থিতা প্রত্যাহার করলেন এনসিপির মনিরা শারমিন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুকে দেওয়া বিবৃতিতে মনিরা শারমিন বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে মধ্যপন্থী রাজনীতির একটি বিকল্প হিসেবে জাতীয় নাগরিক পার্টির প্রতি তার আস্থা ছিল। সেই বিশ্বাস থেকেই তিনি নওগাঁ-৫ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছিলেন। তবে মনোনয়ন প্রক্রিয়ার আগে তিনি জানতেন না যে দলটি জামায়াতের সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি লেখেন, “আমার ধারণা ছিল, এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে। কিন্তু দলের অবস্থান পরিবর্তনের পর আমি মনে করেছি, এই পরিস্থিতিতে নির্বাচনে থাকা আমার জন্য সম্ভব নয়।”

এ কারণেই নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, দলের স্বতন্ত্র রাজনৈতিক শক্তিতে তিনি বিশ্বাস করেন এবং ব্যক্তিগতভাবে এনসিপির প্রতি তার দায়বদ্ধতায় কোনো ঘাটতি নেই। তবে এই মুহূর্তে দলের চেয়ে দেশের মানুষ ও গণ-অভ্যুত্থানের চেতনার প্রতি দায়বদ্ধতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

দল ছাড়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, এনসিপি থেকে পদত্যাগের কোনো সিদ্ধান্ত তিনি নেননি। “এনসিপি কারও ব্যক্তিগত মালিকানাধীন দল নয়। আমি কখনো এমন কিছু করিনি যাতে দল বিতর্কে জড়ায়। কিন্তু নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি বা ক্ষমতার পথে হাঁটতে আমি রাজি নই”—ফেসবুক পোস্টে এমন মন্তব্যও করেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি। সেই তালিকায় নওগাঁ-৫ (সদর) আসনে মনিরা শারমিনকে মনোনয়ন দেওয়া হয়।

অন্য আসনগুলোতে নওগাঁ-১ এ কৈলাশ চন্দ্র রবিদাস, নওগাঁ-২ এ মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ এ পরিমল চন্দ্র উরাও এবং নওগাঁ-৪ এ আব্দুল হামিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত এখনও স্থগিত রয়েছে।

জেবি/আরএক্স/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD