Logo

চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়্যদ হাসান আজহারী

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৭
23Shares
চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী সৈয়্যদ হাসান আজহারী
সুন্নী জোটের প্রার্থী সৈয়্যদ হাসান আজহারী । ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ আসনের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এই আসনে বৃহত্তর সুন্নী জোট তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে সুপরিচিত ইসলামী চিন্তাবিদ সৈয়্যদ হাসান আজহারীর নাম। তিনি নির্বাচনে ‘মোমবাতি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চট্টগ্রাম-৮ আসনে সুন্নী মতাদর্শে বিশ্বাসী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। অতীতে বিভক্ত থাকলেও এবার সুন্নী সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে আসায় জোটের প্রার্থী হিসেবে হাসান আজহারীর অবস্থান বেশ দৃঢ় হয়েছে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের ধারণা, ঐক্য অটুট থাকলে এই আসনে ‘মোমবাতি’ প্রতীক বড় সুবিধা পাবে।

হাসান আজহারীর রাজনৈতিক শক্তির পেছনে রয়েছে তার পারিবারিক ও ধর্মীয় পরিচিতি। তিনি প্রখ্যাত আলেম, সুন্নী অঙ্গনের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং জামেয়া আহমাদিয়া সুন্নিয়ার প্রধান ফকিহ মুফতি অসিয়র রহমান আল-কাদেরীর সন্তান। পাশাপাশি নিজেও একজন সুপরিচিত বক্তা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন সমর্থকরা।

নির্বাচনী এলাকায় বিভিন্ন পথসভা ও গণসংযোগে সমর্থকদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। জোট নেতাদের মতে, নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন অবস্থান এবং তরুণ নেতৃত্ব হিসেবে হাসান আজহারী এলাকার উন্নয়ন ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বিজ্ঞাপন

প্রার্থী ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় সৈয়্যদ হাসান আজহারী বলেন, মানুষ পরিবর্তন চায়। অন্ধকার সময়ে মোমবাতি যেমন আলো দেখায়, তেমনি এই প্রতীক ইনশাআল্লাহ মানুষের আশার প্রতীক হবে। আমরা সুন্নী জনতা আজ ঐক্যবদ্ধ।

সব মিলিয়ে নির্বাচনী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম-৮ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে হাসান আজহারী এবার উল্লেখযোগ্য চমক দেখাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD