পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির লোগাং জোনের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোগাং জোনের অধীন পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ফাতেমানগর এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নায়েব সুবেদার (ব্যান্ড) মো. তুষার হোসেনের নেতৃত্বে একটি ‘বি টাইপ’ টহল দল ফাতেমানগর আনসার ক্যাম্পের প্রায় ১০০ গজ উত্তর-পশ্চিমে পাকা সড়কে অভিযান চালায়।
বিজ্ঞাপন
অভিযান চলাকালে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৪ টুকরা সেগুন কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের মোট পরিমাণ প্রায় ৪৮ দশমিক ৭৬ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৩ বিজিবি লোগাং জোন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠ ফেলে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কাঠ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে উদ্ধার ১৭
বিজ্ঞাপন
পার্বত্য অঞ্চলে বনজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








