বিএনপি ছাড়ার ঘোষণা সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিনের

বিজ্ঞাপন
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবীর শাহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো পদত্যাগপত্রের একটি অনুলিপি সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
পদত্যাগপত্রে শাহ্ নুরুল কবীর শাহিন উল্লেখ করেন, ব্যক্তিগত অসুবিধার কারণে তিনি দলের প্রাথমিক সদস্য পদসহ বিএনপির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই প্রায় ৪৩ বছর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ২০০১ সালে ময়মনসিংহ-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাবেক এই এমপি বলেন, তিনি নির্বাচনী রাজনীতিতে সক্রিয় থাকবেন। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান, তবে কোন দলে যোগ দেবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
বিজ্ঞাপন
ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা শাহ্ নুরুল কবীর শাহিন প্রয়াত শাহ্ নুরুল হুদার সন্তান।
তার পদত্যাগের ঘোষণার পর ঈশ্বরগঞ্জসহ ময়মনসিংহ অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।








