Logo

এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর

profile picture
উপজেলা প্রতিনিধি
নেত্রকোণা
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৪
13Shares
এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকের মোটরসাইকেল ভাঙচুর
ছবি: প্রতিনিধি

অবৈধভাবে ভাটি বিক্রির দায়ে জরিমানা করায় নেত্রকোনার মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে মিছিল করেছে মাটি খেকোরা।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মদন উপজেলা পরিষদ চত্ত্বরে এই মিছিল করে তারা।

এ সময় ‘আমার দেশ’ মদন উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে মারধরসহ লাঞ্ছিত করেন। নিজাম উদ্দিনকে উদ্ধার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন সহকর্মীরা।

এ ঘটনায় দুপুরে সাংবাদিক নিজাম উদ্দিন ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করে আসছে। পরিবেশ আইন অমান্য করে মাটি খেকোরা বেপরোয়াভাবে মাটি বিক্রি করছে। নিয়মিত অভিযান পরিচালনা করেছেন মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদরা সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় মাটি খেকো চক্রটি।

রবিবার সকালে প্রায় ৭০/৮০ জন লোক উপজেলা পরিষদ চত্ত্বরে ঢুকে এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল করে। নানা অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। সমাজসেবা কার্যালয়ের সামনে সাংবাদিক নিজাম উদ্দিনের মোটরসাইকেল পেয়ে ভাঙচুর করে। গাড়ি কেন ভাঙা হচ্ছে জানতে চাইলে নিজাম উদ্দিনকে মারধরসহ লাঞ্ছিত করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাংবাদিক নিজাম উদ্দিন জানান, ‘রবিবার সকালে আমার ব্যাক্তিগত কাজে সমাজ সেবা কার্যালয়ে ছিলাম। হঠাৎ এসিল্যান্ডের বিরুদ্ধে একটি মিছিল পরিষদ চত্ত্বরে আসে। এ সময় আমার গাড়ি ভাঙচুর করে। গাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে মারধর করে এবং মোবাইল-টাকা নিয়ে যায়। আমি এই ঘটনার বিচার চাই।’

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

জানতে চাইলে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে একটি মহল মিছিল করেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মদন থানাকে বলা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD