টঙ্গীতে হাদী হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকাম মঞ্চ ও বিপ্লবী ছাত্র জনতা।
বিজ্ঞাপন
এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।
রবিবার ( ২৮ ডিসেম্বর) বিকেল তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পূরো এলাকা। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অনুরোধ ছাত্র জনতা মহাসড়ক থেকে সড়ে যায়।
বিক্ষুব্ধ ছাত্র জনতা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।








