খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দেবাশীষ চক্রবর্তী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইলে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় চালক মো. আতিয়ার রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ওই যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার মধুসূদন চক্রবর্তীর ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
বিজ্ঞাপন
খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু বলেন, রোববার সকালে মোটরসাইকেল চালক আতিয়ার রহমান আরোহী দেবাশীষকে নিয়ে তালা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। ৮টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাউন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় চালক ও আরোহী গুরুতর আহত হলে উদ্ধার করে স্থানীয়রা তাদের দুইজনকে চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানকার উপস্থিত চিকিৎসক আরোহী দেবাশীষ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে আহত মোটরসাইকেল চালক আতিয়ার রহমানকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ প্রেরণ করা হয়।








