পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তিনি পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার বাসিন্দা এবং চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ইসলাম ফজরের নামাজ আদায় শেষে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।








