Logo

ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৯
36Shares
ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান
রাশেদ খান । ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ছয় বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি অনিয়মের কারণে তার ছাত্রত্ব বাতিল হলে, সেই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খান জিএস হিসেবে দায়িত্ব পেতে পারেন।

তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এম.ফিল প্রোগ্রামে যথাযথ প্রক্রিয়ায় ভর্তি না হওয়ায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বৈধ ছিল না। ফলে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থিতাও অবৈধ। সিন্ডিকেট ইতোমধ্যে তার ভর্তি সাময়িকভাবে বাতিল করেছে। এই প্রেক্ষিতে কমিটি সুপারিশ করেছে, রাব্বানীর জিএস পদ অবৈধ ঘোষণা করা হোক।

বিজ্ঞাপন

অভিযোগকারী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দীর্ঘদিন ধরে এই বিষয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “অনেক দেরিতে হলেও আমি ন্যায়বিচার পেতে যাচ্ছি। শিক্ষার্থীরা সেই নির্বাচনে ছাত্রলীগকে প্রত্যাখ্যান করেছিল, অথচ আমাদের জয়ী প্রার্থীদের অনেককে বঞ্চিত করা হয়েছিল।”

২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছিলেন নুরুল হক নুর, যিনি পেয়েছিলেন ১১ হাজার ৬২ ভোট। আর জিএস পদে গোলাম রাব্বানীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ১০ হাজার ৪৮৪ ভোটে। কিন্তু দ্বিতীয় স্থানে থাকা রাশেদ খান পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। এখন রাব্বানীর প্রার্থিতা বাতিল হলে জিএস পদে দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে রাশেদের জন্য।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সেই নির্বাচনে ভোট কারচুপি, ব্যালট দখল, অবৈধভাবে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণসহ নানা অনিয়মের প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অধিকতর তদন্ত প্রয়োজন।

সিন্ডিকেট যদি চূড়ান্তভাবে রাব্বানীকে অবৈধ ঘোষণা করে, তাহলে দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাধারণ সম্পাদক হতে পারেন রাশেদ খান। বর্তমানে তিনি ন্যায়বিচারের প্রত্যাশায় আছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ডাকসুর জিএস হতে পারেন রাশেদ খান