কাউকে পোশাক নিয়ে হেয় করা যাবে না: ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সর্বাধিক ভোটে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী আবু সাদিক কায়েম।
নির্বাচনের পর থেকেই নারীর পোশাক ও স্বাধীনতা নিয়ে নানা আলোচনা শুরু হলেও, নবনির্বাচিত ভিপি স্পষ্ট জানালেন- কাউকে পোশাক বা ব্যক্তিগত পছন্দের কারণে হেয় করা যাবে না, আর ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপও চলবে না।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেন, “নারীরা যে নেতৃত্ব চান, তা তারা আমাদের জোটের মধ্যেই খুঁজে পেয়েছেন। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে। কারও পোশাক, পরিচয় বা প্রতীকের কারণে তাকে ছোট করা বা অপরাধী বানানো যাবে না। যার যে পছন্দ, রুচি বা অধিকার—সে তাই করবে, আর সেই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না।”
বিজ্ঞাপন
নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে নবনির্বাচিত ভিপি বলেন, দীর্ঘদিন ধরে শিবিরের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালানো হয়েছে, তা ভেঙে গেছে। নারীর অধিকার, সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছিলাম, জুলাই বিপ্লবের পর এক বছরের কর্মকাণ্ডে তা বাস্তবে প্রমাণিত হয়েছে। নিরাপদ ক্যাম্পাস না গড়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।
ইশতেহারে নারীদের স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসনসংক্রান্ত সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিয়ে কায়েম বলেন, শিগগিরই এসব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
সবশেষে তিনি শিক্ষার্থীদের ঐক্যের বার্তা দিয়ে বলেন, “এখানে বিভাজনের রাজনীতি বা অন্যকরণ চলতে পারে না। যে শিক্ষার্থী যেকোনো হল বা বিভাগ থেকে সমস্যায় পড়বে, আমরা তার পাশে থাকব। আমাদের পরিচয় একটাই—আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজের মাধ্যমেই আমরা আস্থা অর্জন করতে চাই।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন