Logo

রাকসু নির্বাচন: বৃষ্টিতেও মাঠে প্রচারণা করছেন প্রার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৩২
10Shares
রাকসু নির্বাচন: বৃষ্টিতেও মাঠে প্রচারণা করছেন প্রার্থীরা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টির কারণে ক্যাম্পাসে সীমাবদ্ধতার মধ্যেই প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।

প্রার্থীদের দাবি, ব্যালট নম্বর ঘোষণার পর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় প্রথম দিন প্রচারণা জমে ওঠেনি। আজ সকাল কিছুটা স্বাভাবিক থাকলেও সাড়ে নয়টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়। এদিকে আচরণবিধি অনুযায়ী একাডেমিক ভবনে প্রবেশ করে প্রচারণা চালানো নিষিদ্ধ থাকায় সমস্যায় পড়ছেন প্রার্থীরা। তবে বৃষ্টি সত্ত্বেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসে।

বিজ্ঞাপন

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্রার্থীরা বৃষ্টির মধ্যেই টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন সংলগ্ন টং দোকান, চায়ের দোকান, খাবারের হোটেল ও ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালাচ্ছেন।

শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, “শিক্ষার্থীরা আমাদের প্রতি দারুণ সাড়া দিচ্ছেন। তাদের আশা-আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন, আমরা আমাদের পরিকল্পনার কথা জানাচ্ছি। বিশেষ করে শিক্ষার্থী বোনদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি, তা আমাদের অনুপ্রাণিত করছে।”

বিজ্ঞাপন

অন্যদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, “গতকাল ব্যালট নম্বর হাতে পেতে পেতে সন্ধ্যা হয়ে যায়। আবার বৃষ্টির কারণে ক্যাম্পাসে প্রচারণা সম্ভব হয়নি। আজও বৃষ্টি থাকায় সীমাবদ্ধতা আছে, কারণ আচরণবিধি অনুযায়ী একাডেমিক ভবনের ভেতরে ভোট চাওয়া যাবে না। তবুও আমরা বাইরে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।”

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন। সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে, তবে প্রথমে সতর্ক করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD