Logo

বাকৃবিতে খেলার মাঠ নিয়ে বিরোধ, শিক্ষার্থীসহ আহত ৩

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১৭
21Shares
বাকৃবিতে খেলার মাঠ নিয়ে বিরোধ, শিক্ষার্থীসহ আহত ৩
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও কেবি কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এতে বাকৃবির এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাকৃবি ফাস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এরপর সোমবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যায়।

আহতরা হলেন- কৃষি অনুষদের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাশিদুল আলম রিফাত, একই বিভাগের শিক্ষার্থী নাহার এবং স্থানীয় ব্যবসায়ী মো. বাবলু মিয়া। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কেবি কলেজের মাঠ উন্মুক্ত করার দাবিতে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছিলেন। এ সময় রিফাত তার এক নারী সহপাঠীকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে বাবলু মার্কেটের মালিক বাবলু মিয়া পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। এ সময় ঘুষিতে তার নাক ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, "আমি কেবল পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলাম। হঠাৎ রিফাত আমাকে ঘুষি মারায় রক্তক্ষরণ হয়। পরে সে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে।"

অন্যদিকে রিফাত জানান, আন্দোলনকারীরা ব্যারিকেড সরাতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। আত্মরক্ষার চেষ্টা করার সময় অনিচ্ছাকৃতভাবে স্থানীয় একজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বাকৃবি শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, "বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় পরিস্থিতি এমনিতেই জটিল। এর মাঝে এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।"

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত এসআই মো. মোখলেছুর রহমান জানান, বর্তমানে ক্যাম্পাস শান্ত আছে। ঘটনার তদন্ত চলছে, পরে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD