Logo

গাকৃবিতে হলজুড়ে বৃক্ষরোপণ, সবুজ ক্যাম্পাসের স্বপ্ন বাস্তবায়ন

profile picture
জেলা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৮
10Shares
গাকৃবিতে হলজুড়ে বৃক্ষরোপণ, সবুজ ক্যাম্পাসের স্বপ্ন বাস্তবায়ন
ছবি প্রতিনিধি।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) সব আবাসিক হলে একযোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই ও সবুজ ক্যাম্পাস গঠনের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহীদ তাজউদ্দীন আহমেদ হল থেকে শুরু হয়ে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে কর্মসূচি সম্পন্ন হয়। প্রতিটি হলে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ভাইস-চ্যান্সেলর বলেন, বৃক্ষরোপণ শুধুই সৌন্দর্য নয়, এটি জীবনের প্রতীক ও পরিবেশ রক্ষার শক্তিশালী হাতিয়ার। সবুজ পরিবেশে শিক্ষার্থীর মননশীলতা ও সৃজনশীলতাও বৃদ্ধি পায়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের মাস্টার প্ল্যান অনুযায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ভেষজ ও ফুলজাতীয় বৃক্ষরোপণ কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD