রাকসু নির্বাচন ঘিরে রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।
এ উপলক্ষে আগামী ২৪ (বুধবার) ও ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুই দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য দুই দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, নিরাপত্তা এবং টেলিফোন বিভাগের কার্যক্রম যথারীতি চালু থাকবে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদ জানান, এবার রাকসু নির্বাচনের ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রস্তুতির জন্য দুই দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিন পর এ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন