Logo

ডাকসুর পর জাকসু নির্বাচনেও জয়ী হলেন এক দম্পতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭
19Shares
ডাকসুর পর জাকসু নির্বাচনেও জয়ী হলেন এক দম্পতি
বিজয়ী তারিকুল ইসলাম ও নিগার সুলতানা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনেও এক দম্পতি জয় পেয়েছেন।

তারা হলেন গণিত বিভাগের শিক্ষার্থী তারিকুল ইসলাম ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তারিকুল ইসলাম কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭৪৬ ভোটে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, নিগার সুলতানা সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে ২ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দীন ও তার স্ত্রী উম্মে ছালমাও জয়ী হয়েছিলেন। এবার জাকসুতে তারিকুল-নিগারের বিজয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২১টি আবাসিক হলের মধ্যে ২০টি হলে সর্বাধিক ভোট পান নিগার সুলতানা। কেবল আল-বেরুনী হলে তিনি দ্বিতীয় হন। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী হওয়ার পর তারিকুল ও নিগার শিক্ষার্থীদের আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকার করেছেন।

তারিকুল বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নিগার সুলতানা কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড (ফিমেল সেকশন) হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিজ্ঞাপন

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারিকুল বলেন, “শিক্ষার্থীরা আমাদের যে আস্থা নিয়ে নির্বাচিত করেছেন, আমরা সেই আস্থা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জাকসুর দায়িত্ব আমরা অঙ্গীকার অনুযায়ী পালন করব।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD