Logo

রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে: প্রধান নির্বাচন কমিশনার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:৩৬
8Shares
রাকসু নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর মেশিনে: প্রধান নির্বাচন কমিশনার
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের আসন্ন নির্বাচনে ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এর আগে ছাত্রদলসহ দুটি প্যানেল হাতে গণনার দাবিসহ ১২ দফা প্রস্তাব উত্থাপন করে। তারা দাবি করে, ইভিএম বা মেশিনের মাধ্যমে ভোট গণনা হলে কারচুপির সুযোগ থাকতে পারে। এজন্য বেশি জনবল নিয়োগ করে ম্যানুয়ালি ভোট গণনার প্রস্তাব জানায় তারা।

ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর বলেন, “ইভিএম বা মেশিনে ভোট গণনার কারণে অনেক জায়গায় বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই, দীর্ঘদিন পর রাকসুর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। স্বচ্ছ ভোট বাক্স স্থাপন ও ম্যানুয়ালি গণনার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।”

তবে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, হাতে গণনা সম্ভব নয়। তিনি বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়ালি ভোট গণনায় কতটা ভোগান্তি হয়েছে, তা সবাই দেখেছে। রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে ভোটার প্রায় ২৯ হাজার। হাতে গণনা করলে ফল প্রকাশে কয়েক দিন সময় লাগবে। তাই ভোটগ্রহণ ও ফলাফল গণনা উভয়ই হবে ওএমআর শিট ও মেশিনের মাধ্যমে।”

উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ২৪৮ জন, সিনেটে ৫৮ জন এবং হল সংসদে প্রায় ৬০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD